টঙ্গীতে পোষাক শ্রমিক হত্যা মামলার আসামী গ্রেফতার
বি এ রায়হান, গাজীপুরঃ টঙ্গীতে সাত ঘন্টার ব্যবধানে পোষাক শ্রমিক হত্যা মামলার এজাহার নামীয় আসামী ফজলুর রহমান ওরফে ফরহাদ(২৭)কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলমের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই সাব্বির হোসেন অভিযান চালিয়ে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কালিনগর তার নিজ বাড়ীর এলাকা থেকে আসামীকে গ্রেফতার করেন। পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর গাজীপুরা বাসস্টান্ড এলাকার আলী আকবর মিয়ার বাড়িতে ছমিরুন নেছা(২৫)কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় নিহতের স্বামী ফজলুর রহমান ফরহাদ। এঘটনায় নিহতের মা বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৮ তাং-১৭/০৩/২২। এরপর নিহতে বাসায় প্রাপ্ত জাতীয় পরিচয়পত্রের সুত্র ধরে অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে নালিতাবাড়ি থানার উপ পরিদর্শক কামরুজ্জামানের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত নিহতের স্বামী ফরহাদকে গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, শনিবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন করেন।